TV22 ডেস্কঃ TV22 ডেস্কঃ মা-বাবা করোনা পজিটিভ। সঙ্গে কলেজ ছাত্রীটি নিজেও। স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের সবার মধ্যেই দুঃশ্চিন্তা ও উদ্বেগ কাজ করছে। কিন্তু মহালয়ার ভোরে করোনার সমস্ত টেনশনকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন ধূপগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণী ছাত্রী। বাড়ির ছাদে উঠে আগমনীর গানের সঙ্গে রীতিমতো ঘুঙুর পরে নাচলেন করোনা পজিটিভ ছাত্রীটি। আর তার এই নাচ এদিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন তার করোনা আক্রান্ত মা-বাবা এবং ছোট বোন। পরে নিজের ফেসবুক পেজে মেয়ের নাচের এই ভিডিও পোস্ট করে মেয়ের এই অদম্য মনোবলের প্রশংসা করেছেন ছাত্রীটির বাবা।
পেশায় সাংবাদিক ছাত্রীটির বাবা জানান, গত ৭ সেপ্টেম্বর তিনি করোনা আক্রান্ত বলে জানতে পারেন। এরপর তার মেয়ে এবং স্ত্রীর রিপোর্টেও করোনা ধরে পড়ে। তারপর থেকে গৃহবন্দি গোটা পরিবার। কিন্তু মহালয়ার ভোরে মেয়ের এই নাচে ফের যেন পরিবারের সবার মন ভালো হয়ে গিয়েছে।
সঙ্গে রইল ওই ছাত্রীর নাচের ভিডিও
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|