টিভি২২ ব্যুরোঃ জনসমক্ষে আমচকাই এক ব্যক্তির গলায় ছুরি চালাল এক দুষ্কৃতি। বুধবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের বগরিতলায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত বীরেন সরকারকে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, এদিন আহত ব্যক্তি লক্ষীকান্ত রায়(৫২) কে আচমকাই ছুরি দিয়ে গলায় আঘাত করে বীরেন সরকার,এমনটাই অভিযোগ উঠেছে। কিন্তু ঘটনার পেছনে নির্দিষ্ট কোনো কারন জানা যায় নি। আহতকে ধূপগুড়ি হাসপাতাল ও পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।স্থানীয়রা জানায়, হঠাৎ করেই ছুরি দিয়ে গলায় আঘাত করেছে।কিন্তু কি কারনে আঘাত করলো তার কিছুই বোঝা যাচ্ছে না।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|